৮ জুলাই, ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ৩টি শোকবার্তা একসাথে।
০১।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ এর সহধর্মীনি ডা. মাহফুজা বেগম গতরাত ১১:৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ডা. মাহফুজা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, “দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে মরহুমা ডা. মাহফুজা বেগম জনমানুষের চিকিৎসা সেবাদানে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন তা বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রতিথযশা চিকিৎসক হারালো যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। এই মহিয়সী নারী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দায়িত্ব পালন করেছেন সুনাম ও অত্যন্ত নিষ্ঠার সাথে। তাঁর মমতা ও দায়িত্ব ছিল অপরিসীম। একজন সফল রাজনীতিবিদের স্ত্রী হিসেবে তিনি স্বামীর সকল কাজে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন। মরহুমা ডা. মাহফুজা বেগম ন্যায়পরায়ণা ও আদর্শবাদী মা হিসেবে তাঁর সন্তানদেরকে সেই ভাবধারায় সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। একজন মহিয়সী, ধর্মপ্রাণ ও সজ্জন মহিলা হিসেবেও মরহুমা মাহফুজা বেগম পরিচিতজনদের নিকট ছিলেন অত্যন্ত সম্মানীত। মাহফুজা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুমা মাহফুজা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জানান।
বার্তা প্রেরক
মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
০২।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
দিনাজপুর জেলা বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী খোকা গতরাত ১০:৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শামসুজ্জামান চৌধুরী খোকার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম শামসুজ্জামান চৌধুরী খোকা দিনাজপুর জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপি’র স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম শামসুজ্জামান চৌধুরী খোকাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
০৩।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
নাটোর জেলাধীন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য ও আড়বাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আঃ খালেক মেম্বার আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আঃ খালেক লালপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আঃ খালেককে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।