বিএনপি মহাসচিব মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু সকল মামলায় জামিন মঞ্জুর হওয়ার পর আজ মতিঝিল থানার পুরোনো একটি মামলায় শোন এ্যারেস্ট দেখানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “রফিকুল আলম মজনুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার না করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও পেন্ডিং মামলায় তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। প্রতিবাদী বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ ও জনবিচ্ছিন্ন গণবিরোধী সরকার মিথ্যা মামলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিনা কারনে গ্রেফতার করে কারাগারে প্রেরণ এবং আদালত থেকে জামিন পাওয়া সত্তে¡ও জেলগেইটে পুণরায় গ্রেফতার অব্যাহত রেখেছে। বিরোধী দলের আন্দোলনকে নস্যাৎ করতে এবং বিরোধী নেতা-কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। অবৈধ সরকারের সকল প্রকার দমন-নিপীড়ন উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাহসীকতার সাথে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, রফিকুল আলম মজনু রাজপথের একজন পরিক্ষিত নেতা, তার মনে ভীতি সঞ্চার করতেই সরকার নানাভাবে হয়রানি করছে। তিনি অবৈধ সরকারের সকল দমন-নিপীড়ন উপেক্ষা করে আইনি প্রক্রিয়ায় কারাগার থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুণঃপ্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিবেন।”
বিএনপি মহাসচিব অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু’র বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
অপর এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম কারাবন্দি রফিকুল আলম মজনুকে সকল মামলায় জামিনের পরও পুরোনো একটি মিথ্যা শোন এ্যারেস্ট দেখানো ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে রফিকুল আলম মজনুর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।