image


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল শুক্রবার খুলনায় যে কারবালাটি রচনা করা হলো- তা নজিরবিহীন। পুলিশের হামলায় এখানে আমাদের ৩০০ নেতাকর্মী আহত হয়েছেন। অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ১৩০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।’ শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশের অন্যা জেলাগুলোতেও আমাদের সমাবেশ হয়েছে। নানাভাবে সমাবেশগুলোতে বাধা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে পুলিশ গুলি করে নেতাকর্মীদের পঙ্গু বানাবে, এটা কোন গণতন্ত্রের ভাষা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে জনগণের কাছে। জনসভা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি। এখানে সংঘাত-সংঘর্ষের তো কিছু নেই। কিন্ত পায়ে পাড়া দিয়ে খুলনার পুলিশ-প্রশাসন এই রক্তাক্ত সংঘর্ষের সৃষ্টি করেছে। এই সহিংস সন্ত্রাসের জন্য দায়ী খুলনার পুলিশ প্রশাসন।’ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে খুলনায় আসেন রুহুল কবির রিজভী। শনিবার (২০ মে) দুপুরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন তিনি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন