১৪ মে ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ
মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং ৫৩ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “শ্রীমঙ্গল উপজেলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা এই স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার কর্তৃক সংঘটিত দমন-পীড়ণেরই ধারাবাহিকতা। বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকার মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়ে ক্ষমতার দাপটে হিং¯্রতার শেষ সীমানায় অবস্থান করছে। রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, জুনায়েদ মিয়া, আবুল মিয়া, রুবেল মিয়া ও শেখ ফরিদসহ ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা মোঃ নুরুল আলম সিদ্দিকী, তাজ উদ্দিন তাজু, মকসুদ আহমদ, মোঃ শাহাবুদ্দিন, নিয়াজ ইকবাল মাসুদ, সোহেল আহমেদ, আব্দুল কাদির, শামসুল হক, মহিউদ্দিন ঝাড়–, টিটু আহমেদ, মোঃ আজাদ ও নিয়ামুল হক তরফদারসহ ৫৩ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া ও বানোয়াট মামলা দায়েরের ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।
আমি অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দসহ যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”
বার্তা প্রেরক,
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।