সরকার দুর্নীতির অভিযোগ স্বীকার না করে উল্টো দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মানিকগঞ্জে আজ ৫ জুন মঙ্গলবার বিকালে এক সেমিনারে তিনি বলেন, “নোয়াবের (সংবাদপত্র মালিক সমিতি) একটা সেমিনারে দেশের সবচেয়ে স্বনামধন্য অর্থনীতিবিদরা বলেছেন, অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে।”
“তারা (সরকার) স্বীকার করতে চায় না। তারা সবসময় বলে যে, অর্থনীতি খুব ভালো আছে। কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন উপায় খুঁজছে কী করে আরও দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে।”
মির্জা আলমগীর বলেন, “প্রতিটি ক্ষেত্রে দেখবেন তারা কমিশন ছাড়া কোনো কাজ করে না। এখানে কয়েকটি নতুন আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, ‘নগদ’ বলে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এই নগদের প্রতিটি ট্রানজেকশন থেকে পাঁচ পারসেন্ট করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না। কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির কাছে চলে যায়। এই রকম একটা-দুইটা বিষয় নয়, আরও আছে।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র উত্তরণ, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং খাল খনন কর্মসূচিতে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত ছিলেন।
জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনীর ওপর ছোট বই প্রকাশ ও তৃণমূল পর্যায়ে সেমিনার করে জিয়ার আদর্শ ছড়িয়ে দেয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ও কাজী সায়েদুল আলম বাবুলের সঞ্চালনায় এই সেমিনারে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
এর আগে দুপুরে শহরে জিয়া স্মৃতি পাঠাগারে বই মেলার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
সেখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আফরোজা খানম রিতা, জেলার সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহসহ মানিকগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।