image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো। কয়েকটি জেলায় মিছিল করতে গিয়ে তারা পুলিশি বাধার মুখে পড়ে। সে বাধা উপেক্ষা করেই দলটির নেতাকর্মী সংক্ষিপ্ত সমাবেশ করেছে।


আবার অনেক জেলায় পুলিশকে বেশ সহনশীল অবস্থায় দেখা গেছে। সব জায়গাতেই সমাবেশে বিএনপি নেতারা গত দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবি জানান এবং সরকারের কড়া সমালোচনা করেন। সেইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও দাবি জানান তারা।


ফরিদপুরে সকাল ১১টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে কিশোরগঞ্জ শহরে পৌরসভা এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি ৩০০ গজ এগোনোর পর রথখলা মাঠে পুলিশি বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে কর্মসূচি শেষ করেন।


নাটোরে সকাল ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপি দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সকাল ১০টার দিকে নেত্রকোনা শহরের বনুয়াপাড়া এলাকায় মিছিল বের করে জেলা বিএনপি। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। 


দুপুরের পর বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে কালো পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলতাফুনেছা খেলার মাঠে জড়ো হন জেলা বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিশাল মিছিল শহরের নবাববাড়ী রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া নওগাঁ ও মেহেরপুরে মিছিল হয়েছে।