শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। তিনি বলেছেন, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমি গণতন্ত্র মুক্তির আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর রুহের মাগফিরাত কমনা করি।
তারেক রহমান বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার গণতন্ত্র প্রতিষ্ঠার এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে “গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' শ্লোগান লিখে গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে স্তব্ধ করে দিয়েছিল তৎকালীন সরকারের বন্দুক। তার সেই রক্তের ধারা বেয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে '৯০ এর গণঅভ্যুত্থানে মুক্ত হয় আমাদের গণতন্ত্র।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তবে যে স্বপ্ন সেখে নিয়ে নুর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর সে স্বপ্ন আজও পুরোপুরি সফল হয়নি। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার একদলীয় বাকশালী ব্যবস্থার নব্য সংস্করণে শৃংখলিত হয়েছে- ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একতরফা নির্বাচন করার মধ্য দিয়ে। দেশের মানুষ গত একযুগ ধরে ভোটাধিকার বঞ্চিত। এর মধ্যেই বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকার আবারো তারেকটি ভোট ডাকাতির নির্বাচন করে গনতন্ত্রকে চিরতরে কবর দেবার অপচেষ্ট চালিয়ে যাচ্ছে।
তারেক রহমান বলেন, গণতন্ত্র হত্যার আয়োজনকারী বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের এহেন অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশের লাখো গণতন্ত্রকর্মী নূর হোসেন । বর্তমান ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে রাস্তায় নেমে আসা গণতন্ত্রকামীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে নুরুল আলম, শাওন, শাহিনদের মত নূর হোসেন এর উত্তরসূরীদের। রক্তের ধারা কখনো পেছনে যায় না। তাই শহীদ নূর হোসেন এর রক্তের বিনিময়ে অর্জিত হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরোদ্ধারে দেশব্যপী সর্বাত্মক অবরোধ বাস্তবায়নে রাস্তায় নেমে এসেছে হাজারো নূর হোসেন । দেশের ১৭ কোটি মানুষ তাদের সমর্থন দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করছে সেই সর্বাত্মক অবরোধ। জনগণের এই সংগ্রামে অবশ্যই বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে এবং গণতন্ত্র আবারো মুক্তি পাবে আবারো মানুষ ফিরে পাবে তাদের ভোটধিকার।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজকের এই দিনে আমি দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই, আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করি এবং শহীদ নূর হোসেনসহ বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রক্তের দাম শোধ করে দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করি।