বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবারও দূরপাল্লার বাস রাস্তায় নামেনি। লোকাল বাস ও থ্রি-হুইলারে যাতায়াত করেছেন সাধারণ যাত্রীরা। ট্রেন যথারীতি চলেছে। তবে যাত্রী ছিল কম। নৌপথেও ছিল একই অবস্থা। লঞ্চ, ফেরি চললেও যাত্রী খুব একটা দেখা যায়নি।
অবরোধের মধ্যে দেশের পাঁচ জেলায় বুধবার হরতাল পালিত হয়েছে। সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। সিলেটে হরতাল চলাকালে ছাত্রদল-জামায়াতের সঙ্গে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ছাত্রদল ও বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও মহানগর ছাত্রদল নগরের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেটের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
কুলিয়ারচরে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই নেতা নিহতের প্রতিবাদে হরতাল ছিল কিশোরগঞ্জে। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদরের সাদুল্যাপুর এলাকায় সকাল সাতটার দিকে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন হরতাল–সমর্থকেরা।
মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়েছিলেন এক চা–বিক্রেতা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। তাঁর নাম আশিক মিয়া, বাড়ি পৌর শহরের গাছতলাঘাট এলাকায়। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের দাবি, আশিক পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
এদিকে অবরোধের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সাতটি ফটকে সকাল সাড়ে সাতটার দিকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে সকাল আটটার পর পাঁচটি ফটকের তালা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভেঙে ফেলেন। আর বাকি দুটি ফটকের তালা ভাঙে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ দেখা গেছে। কিছু কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি করা হয়নি। টার্মিনাল দুটিতে দূরপাল্লার কোনো গন্তব্যের যাত্রীও তেমন চোখে পড়েনি।
সকালে গাবতলীতে কয়েকজন যাত্রীকে টার্মিনালে আসতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা হতাশ হয়ে ফিরে যান।
ঢাকার রামপুরা চৌরাস্তার পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বনশ্রী-মেরাদিয়া বাজার অবরোধ করে মিছিল করে ছাত্রদল। মিরপুর বাঙলা কলেজ ছাত্রদল মিরপুরে, তিতুমীর কলেজ ছাত্রদল গুলশানে অবরোধ কর্মসূচি পালন করেছে।
বিমানবন্দর সড়কে আড়াইটার দিকে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার কর্মীরা। খিলক্ষেত এলাকায় বিএনপি, বিজয়নগর এলাকায় কৃষক দল, ঢাকা-মানিকগঞ্জ সড়কে বেড়িবাঁধ এলাকায় অবরোধ করেছে মিরপুরের রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠন। এসব কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।