image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেন।

মুখপাত্র বলেন, আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর পর্যবেক্ষণ করছি। আমরা বাংলাদেশ সরকারকে খালেদা জিয়ার জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে তাগিদ দিয়েছি। (বাংলাদেশের) অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার ব্যাপারে আমার আর কিছু বলার নেই।

২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকার প্রবেশমুখে তল্লাশিসহ অভিযান চালানো হচ্ছে। এ বিষয়টিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজড়ে আনা হয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাথিউ মিলার বলেন, আমাদের মন্তব্য হচ্ছে, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া উচিত।