image

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে এ গণমিছিলে অংশ নিয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মী ও সমর্থকরা। এছাড়া মিছিলে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে পৃথকভাবে এই মিছিলে অংশগ্রহণ করেন সবাই।

ঢাকা মহানগর দক্ষিণের মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে পুরান ঢাকার দয়াগঞ্জে গিয়ে শেষ হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিল শুরুর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এখানে অস্থায়ী মঞ্চ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে দলের সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা বর্তমান সরকারের পদত্যাগের দাবির সমর্থনে বক্তব্য দেন।

অপরদিকে, মহানগর উত্তর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল শ্যামলী রিং রোড থেকে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শেষ হয়। এ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া, একই দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে মিছিল করেছে। এলিফ্যান্ট রোড হয়ে মিছিলটি নিউমার্কেটে গিয়ে শেষ হয়েছে।


বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের মিছিল শুরু হয়ে শেষ হয়েছে শান্তিনগর মোড়ে।


এলডিপি বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে মিছিল করেছে। গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টোদিকে মিছিল করেছে।

গণঅধিকার পরিষদ বিকেল ৪টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে।


উল্লেখ্য, গত ১২ জুলাই সরকার পদত্যাগের এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এর আগে ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়। চলতি মাসের গত তিন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো গণমিছিল করেছে।