সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে এবং তার সুস্থতা কামনায় বুধবার সারাদেশে বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করেন দলের নেতাকর্মীরা।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় লন্ডনের রিজেন্টস লেকে যুক্তরাজ্য বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা।
বুধবার (১৬ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। সেটা কোনোদিন সম্ভব হবে না, হতে দেবো না।
তিনি বলেন, জন্মদিনে শুধু শুভেচ্ছাই নয়,আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি (বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা করছি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিশেষ দোয়া-মাহফিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় বগুড়া জেলা বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল