image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- “বিএনপি এখন আর ১০ দফা নয়, এক দফা আন্দোলন শুরু করবে। সেটি হলো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, অবৈধ সরকারের পতন।”


শনিবার (১ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে মির্জা আলমগীর এসব কথা বলেন।


উন্নয়নের নামে দেশে লুটপাট চলছে বলে ব্যাখ্যা করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “সব জায়গায় চুরি, সব জায়গায় দুর্নীতি চলছে। আর এটাকেই তারা (আওয়ামী লীগ) উন্নয়ন বলছে।”


এখন বাংলাদেশকে আমদানি-নির্ভর দেশে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “মরিচের দাম বৃদ্ধি এটি নতুন নয়, এর আগেও আদার দাম একদিনের ব্যবধানে ২০০ টাকা বাড়ানো হয়েছিল।”



মির্জা আলমগীর দাবি করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত বছর আন্দোলনে ১৭ জনের প্রাণহানি হয়েছিল; এই সরকারের আমলে ৬০০ জনের বেশি গুম হয়েছেন।


জনগণকে মিথ্যা তথ্য দিয়ে সরকার বিভ্রান্ত করছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকার কিছু বললেও জনগণ এখন সেটা আর বিশ্বাস করে না।


তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী অনেক কথাই বলেছেন। কিন্তু কোনো লাভ নেই; নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।


বিএনপি মহাসচিব বলেন, এখনও সময় আছে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দেয়া সরকারের উচিত হবে। জনগণের প্রতি সরকারের ভালোবাসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া সম্ভব।


বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে চায় জানিয়ে জনাব আলমগীর বলেন, তারুণ্যের সমাবেশে এখন নতুন মাত্রা যোগ হয়েছে। “আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করছি না, আমরা যুগপৎ আন্দোলন করছি”, তিনি আরো যোগ করেন। জামায়াতের রাজপথে আসার প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক দল যারা সরকারবিরোধী আন্দোলন করছে, তাদের আমরা স্বাগত জানাই।”