image

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


তিনি বলেন,'প্রধানমন্ত্রী বলেছেন বিদেশী চাপের কাছে আমি মাথা নত করবো না,কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে।আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উচু করে থাকতে দেখি না।একটা প্রতিবাদ ও আপনাকে করতে দেখি না।


বৃহস্পতিবার(৮ জুন)অসয়নীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে  বিএনপির পূর্বঘোষিত মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে মিছিল সহ-কারে নয়াপল্টনস্ত সিটিহাট মার্কেটের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশ ব্যারিকেডের সামনে রিজভী এসব কথা বলেন।অবস্থান শেষে 

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে মতিঝিলের ওয়াপদা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন। 


রিজভী বলেন,'আজকে সরকারের পতন অত্যাসন্ন।এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪ টি প্লান্ট তার মধ্যে শুধু মাত্র ৪৯ টি কোন রকম চালু আছে ১০৪ টি প্রায় বন্ধ।এগুলো তাহলে কোথায় গেলআপনার(সরকারের)এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?


প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন,'  প্রধানমন্ত্রী আপনি দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব,মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে।জনগনের অধিকারকে কারাবন্দি করেছেন,গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন।এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরনায়। 


উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,'আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে যে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি থেমে থাকবে না।আমাদের এই কর্মসূচির লক্ষ দু:শাসনের অবসান করা,কর্তৃত্ববাদী শাসনের অবসান করা।


ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,ঢাকা জেলা বিএনপির সাবেক  সভাপতি ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু,নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন,ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।