image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। এটা আনন্দের কথা না। আওয়ামী লীগের এ অবৈধ সরকার তাদের লুটের কারণে, এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর পথ আন্তর্জাতিক বিশ্ব দেখতে পাচ্ছে না।

সোমবার (৫ জুন) বিকালে রাজধানীর গুলশানের হোটেল সারিনায় এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লকজন আমলা।

সেমিনারে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে। গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা। যে প্রতিষ্ঠান গণতন্ত্র টিকিয়ে রাখে, সেগুলো তারা ধ্বংস করেছে।’

‘জিয়াউর রহমানকে ছোট করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের অবস্থায় জিয়াউর রহমান সবচেয়ে প্রাসঙ্গিক। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মানুষ বুঝে গিয়েছিল— জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না। জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, তা ধ্রুবতারার মতো সত্য। যারা ইতিহাসকে মুছে দিতে চায়, তাতে করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না। যার যে ঋণ, তাকে সেই প্রাপ্য দিন।’

জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতির সামনে গণতন্ত্রের দর্শন নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। তিনি তৃণমূল পর্যায় থেকে কাজ করেছেন। তিনি গ্রাম সরকার ব্যবস্থা, স্বনির্ভর গ্রাম সৃষ্টি করতে চেয়েছিলেন। গণতন্ত্রের মূল উদ্দেশ্য মানুষকে ক্ষমতায়িত করা।’

ফখরুল বলেন, ‘যারা গণতন্ত্রের মানসকন্যা বলে নিজেদের প্রচার করে, তারা কী করেছিল— তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা মানুষ চায়নি।’ তিনি আলোচনায় উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ায় প্রতিটি নির্বাচনের আগে আমাদের লড়াই করতে হয়।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান ও দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর উপস্থিত ছিলেন।