image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার অধীনে আর কেউ নির্বাচনে যাবে না। শেখ হাসিনা ২০১৮ সালে ওয়াদা করেছিলেন, লেভেল প্লেয়িং ফিল্ড হবে। কিন্তু সেবার দিনেও ভোট চুরি হয়েছে, রাতেও চুরি হয়েছে। আবারো একই সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা গোপনে কাজ সারতে পারদর্শী। 

অনেকেই যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে হাসিঠাট্টা করছে। কিন্তু এটা খুবই লজ্জার। যারা হাসিঠাট্টা করছে তাদের দুই কান কাটা গেছে। যে সমস্ত দেশে নির্বাচন নিয়ে ভিসা নীতি প্রণয়ন হয়, সেগুলো নির্বাচনের পরে হয়।

গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও বাংলাদেশের সংকট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম চৌধুরী, সিরাজুল ইসলাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ বক্তব্য রাখেন।


আমীর খসরু আরো বলেন. বাংলাদেশে নির্বাচনের ৭ মাস আগেই এসেছে। এতে বুঝতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হাড়ে হাড়ে টের পেয়েছে। এ জন্য তারা এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নির্বাচনের সাত মাস আগেই তারা একটা পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে দুইবার ভোট চুরি হয়েছে। ভোট চুরির প্রমাণ আর দরকাা চায় না।