মামলা-মোকদ্দমার মাধ্যমে বিরোধী দলের নেতাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে সরকারকে সোজা পথ ধরার পরামর্শ দিয়েছেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনো সময় আছে, এই সব খেলাধুলা বাদ দিন, মানুষের সঙ্গে প্রতারণা করার পথ থেকে সরে গিয়ে, অত্যাচারের পথ থেকে সরে এসে সোজা পথ ধরুন। একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সাজা বহাল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিক্রিয়া অবহিত করতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ভয়াবহ পরিকল্পনা করছে অভিযোগ করে বিএনপি’র মহাসচিব বলেন, ‘আমাদের কানে এসেছে সাড়ে ১৩শ’ মামলা চিহ্নিত করা হয়েছে।