image


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে।রোববার (২৮ মে) বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে চালায় আওয়ামী মার্কা কিছু পুলিশ। আর বিএনপি এখন রাজনৈতিকভাবে দেশের সবচেয়ে শক্তিশালী দল। সুতরাং আওয়ামী লীগের পরাজয় সুনিশ্চিত।

তিন বলেন, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। বাংলাদেশের জনগণ ভোটাধিকার, মানবাধিকার, অর্থনীতি, নিরাপত্তা, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়া আন্দোলনে নেমেছে। এ আন্দোলন বিএনপির একার নয়, বাংলাদেশের সবার। বাংলাদেশের মানুষের এ আন্দোলন এখন আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পর প্রথম বারের মতো বাংলাদেশের ওপর স্যাংশন এসেছে। আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি ততো শক্তিশালী হবে। বাংলাদেশের জনগণ ভোটাধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে। বিদ্যুতের উচ্চমূল্যের টাকা ও ব্যাংক লুটের টাকা আওয়ামী সিন্ডিকেটের পকেটে যাচ্ছে।