বিএনপির নেতাকর্মীদের জন্য কারাগার আর বাড়ির মধ্যে এখন কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। রিজভী বলেন, “বাড়িতে থাকলেও সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। বাইরে বের হলেও মনে হচ্ছে বৃহৎ কারাগারের মধ্যে আছি।”
দলের নেতাকর্মীদের আটক ও ভয় দেখানোর প্রসেঙ্গ টেনে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা এদেশেরই মানুষ। কিন্তু আপনারা একটি দলের তল্পিবাহক হিসেবে কাজ করছেন। এসব কিন্তু আমরা ভুলে যাব না।” এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটা সন্ত্রাস আর গুণ্ডামী করার সংগঠনে পরিণত হয়েছে।”