image


বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আওয়ামী লীগ সরকারই মূল প্রতিবন্ধক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ঘোষিত পরিবর্তিত ভিসা নীতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, “আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, এই বাংলাদেশে গণতন্ত্রকে অথবা জনগণের ভোটকে এবং সুষ্ঠু নির্বাচনকে যারা বাধা দিয়েছে, দিচ্ছে, তারা হচ্ছে বর্তমান সরকার। “আজকে আমেরিকা বলেছে যে, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে তারা ভিসা দেবে না, অর্থাৎ তারাও ওদেরকে (সরকার) প্রত্যাখ্যান করেছে।”


যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ‘আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক’ অভিহিত করে খন্দকার মোশাররফ বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের জন্য এই লজ্জা বহন করে এনেছে।”

গায়েবি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদসহ সরকারের পদত্যাগের ১০ দফা দাবিতে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই সমাবেশ হয়।