বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, সে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। যে আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। এই সরকারকে যত দ্রুত সম্ভব, বিদায় করতে হবে। জনগণ সরকারের অপশাসন থেকে মুক্তি চায়।
‘উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (২০ মে) বিকালে রাজধানীতে রাজধানীর মতিঝিলে পীরজঙ্গী মাজারের সামনে জনসমাবেশ এ কথা বলেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজ ব্যালটের বদলে বাংলাদেশের মানুষ বুলেট খাচ্ছে। মানুষ যখন সত্য, ন্যায়, অধিকারের কথা বলে, তখন পুলিশের পিটুনি খাচ্ছে। এই সরকার ভোটের তোয়াক্কা করে না। তারা জনগণকে ধাপ্পা দিয়ে দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকতে থাকতে চায়।