জনগণকে নিয়ে আমরা পদযাত্রা শুরু করব সরকারের পতন ঘটিয়ে আমাদের পদযাত্রা থামবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে সকল জনগণ যদি ঐক্যবদ্ধভাবে নেমে যাই, ইনশাআল্লাহ এই তারা টিকে থাকতে পারবে না।’ আজ বুধবার (১৭ মে) রাজধানীর বাসাবো বালুর মাঠের সামনে মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘দেশের মানুষকে সম্পদহীন করেছেন। বাংলাদেশ ব্যাংক লুট করেছেন। সম্পদ তো লুট করেছে, এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলাধুলা শুরু করেছে। এটা বাংলাদেশের জনগণ কখনোই হতে দেবে না। এই দেশ রক্ত দিয়ে অর্জন করা দেশ। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশ বিনা রক্তপাতে কখনো কেউ নিতে পারবে না।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘শুনছি, আবার নাকি গ্যাসের দাম বাড়ানো হবে। এই কয়েকদিন আগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এটা মনে হয় ওরা ভুলে গেছে। কয়েকদিন আগে তেলের দাম বাড়ানো হয়েছে, এটাও মনে হয় ওরা ভুলে গেছে। কীভাবে দেশে লুটপাট হচ্ছে, এটা ওরা ভুলে গেছে। নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছে, এটাও ওরা ভুলে গেছে।
সরকারের অত্যাচারের সীমা বয়স্ক মানুষ থেকে বাচ্চা পর্যন্ত চলে গেছে—এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘বাচ্চাদেরকেও আপনারা ভালো রাখেননি। বাচ্চারা ঘরের মধ্যে থাকতে থাকতে ফার্মের বাচ্চার মতো হয়ে গেছে। এই বাচ্চারা বড় হবে, আন্দোলন করবে, আপনারা গুলি করে মারবেন—এমন কথা ভাববেন না। বাচ্চাদের বড় করা হচ্ছে, এরা আপনাদেরকে পরিচালনা করবে।’
রাজধানীর বাসাবো বালুর মাঠের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিকেল ৫টায় যাত্রা কর্মসূচি শুরু হয়। মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে এই পদযাত্রা শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিএনপিনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম আজাদ, মীর সারাফত আলী শপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডাক্তার রফিকুল ইসলাম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী প্রমুখ বক্তব্য দেন।