‘পরীক্ষামূলক’ভাবে দুই মাসের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল। কিন্তু আজ ৫০ বছর পেরিয়ে গেলেও পরীক্ষা শেষ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে এবং কৃষকদলের সাবেক নেতা এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আব্দুস সালাম,নাজমুল হক নান্নু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।