বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর শোকবার্তা

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র জনসভা চলাকালে ফরিদপুর জেলাধীন নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম আব্দুল হান্নান মাতুব্বর ফুলসুতি ইউনিয়ন বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ, মানুষ ও দলের প্রতি অঙ্গিকারাবদ্ধ নিবেদিতপ্রাণ এই নেতা অসুস্থ থাকা সত্ত্বেও গতকাল ঢাকায় বিএনপি’র জনসভায় যোগদান করে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন, এটি এক বিরল দৃষ্টান্ত। দলের প্রতি তার অবদানের জন্য তিনি নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুম আব্দুল হান্নান মাতুব্বরকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোক সহ্যের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শোকবার্তায় মরহুম আব্দুল হান্নান মাতুব্বর এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র জনসভা চলাকালে ফরিদপুর জেলাধীন নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ^াসী এই নেতার উদ্যম, ত্যাগ ও সাহসী ভূমিকা স্থানীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Torna su