প্রেস বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, দেশের খ্যাতিমান রাজনীতিবিদ জনাব তরিকুল ইসলাম আজ বিকেল ৫-০৫ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী গভীরভাবে শোকাহত।
* তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকাসহ দেশব্যাপী শোকদিবস পালন করবে। শোকদিবস উপলক্ষে দেশব্যাপী বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে।
* আগামীকাল সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
* সকাল ১১-১৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কারবালা গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শোকদিবসের কর্মসূচি পালন, নামাজে জানাযা ও দাফনে শরীক হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।